Arts & Crafts - , ,
"Aperture and Canvas" কমিউনিটির শুরু হয় কিছু প্রতিভাবান আর্টিস্ট ও ফটোগ্রাফারদের সাথে নিয়ে। পরবর্তীতে সকলের সুবিধার জন্য আমরা ফেসবুক গ্রুপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করি এবং প্রত্যেকে নিজেদের ট্যালেন্ট শো-কেস করার জন্য এটিকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করা শুরু করি। ফলস্বরূপ, আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং এর কিছুদিন পর আমরা সবাইকে নিয়ে আমাদের প্রথম ইভেন্ট '1st Photography and Art Competition' আয়োজন করি। এই ইভেন্টে আমরা অনেক অসাধারণ ও প্রতিভাবান শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হই। এবং খুব অল্প সময়ের মধ্যেই এই কমিউনিটি ২০০০ সদস্যদের একটি পরিবারে রূপান্তরিত হয়।কিন্তু সময়ের সাথে সাথে আমরা উপলব্ধি করেছি সকল ধরনের প্রতিভা ও শিল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। তাই আমরা নতুন করে শুরু করছি আমাদের পথচলা এবং আমাদের কমিউনিটি সকল ধরনের শিল্প ও সাহিত্যকে প্রাধান্য দিব। এখন থেকে‣ আপনার মোবাইলে তোলা বা ডিজিটাল ক্যামেরায় তোলা যেকোনো ছবি গ্রুপে পোস্ট করতে পারেন। ছবি অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং কোনো প্রকার ঝাপসা লো-কোয়ালিটি ছবি এপ্রুভ করা হবে না। অন্য গ্রুপ বা পারসোনাল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা যাবে না। তবে প্রমোশনের উদ্দেশ্যে আপনার পেজ, প্রফাইল বা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের লিংক ক্যাপশনে ব্যবহার করতে পারেন।‣ হাতে আঁকা ছবি, ম্যান্ডেলা, ক্যালিগ্রাফি ইত্যাদির ছবি তুলে গ্রুপে পোস্ট করতে পারবেন। ডিজিটাল আর্ট পিএনজি বা জেপিজি ফরম্যাটে গ্রুপে পোস্ট করতে পারবেন। ছবি আঁকতে ব্যবহৃত সামগ্রী/সফটওয়্যার এবং বিষয়বস্তু ছোট করে ক্যাপশনে লিখে দিতে পারেন।‣ সাংস্কৃতিক নৃত্য বা ওয়েস্টার্ন সোলো বা গ্রুপ ডান্সের ভিডিওধারণ করে সেটি 'Aperture And Canvas' গ্রুপে প্রদর্শন করতে পারেন। নৃত্যের শ্রেণি অবশ্যই ক্যাপশনে লিখে দিতে হবে। সকল প্রকার রূচিশীল এবং মার্জিত কন্টেন্ট গৃহীত হবে।‣ সকল প্রকার বাংলা(রবীন্দ্র, নজরুল, লালন ইত্যাদি) সংগীত, ইংরেজি, মেটালিক গান গ্রুপে পোস্ট করতে পারেন। সকল প্রকার রূচিশীল এবং মার্জিত কন্টেন্ট গৃহীত হবে। ‣ বাংলা, ইংরেজি যেকোনো ধরনের সৃজনশীল গল্প বা কবিতা লিখে তা পোস্ট করতে পারেন।‣ আপনার রান্না করা এবং বাসায় বানানো খাবার পরিবেশনের ছবি গ্রুপে পোস্ট করতে পারবেন। রান্না বিষয়ক কোনোপ্রকার রিভিউ, মিম এপ্রুভ হবে না।‣ কাগজের তৈরি যেকোনো সৃস্টিশীল ক্রাফটওয়ার্ক, অরিগ্যামি, 3D মডেল বা ডিজাইন, সেলাই, বাঁশ বা বেতে তৈরি হাতে বানানো সামগ্রীর ছবি তুলে গ্রুপে পোস্ট করতে পারেন। ‣ যেকোনো প্রিয় মুভি, আনিমে বা সিরিজের ক্যারেক্টারের কসপ্লে ছবি বা ভিডিও পোস্ট করতে পারবেন। এক্ষেত্রে ক্যারেক্টারের নাম, সোর্স উল্লেখ করে দিতে হবে।এছাড়া বডি পেইন্ট, ফেইস আর্ট ক্রাফটিং প্রভৃতি সবার সর্বপ্রকারের সুপ্ত প্রতিভা ও শৈল্পিক গুণাগুণ আমাদের পরিবারে স্বাদরে আমন্ত্রিত।আমাদের গ্রুপের কিছু নিয়ম-কানুনের ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি।⁍ অন্য গ্রুপ বা পারসোনাল অ্যাকাউন্ট থেকে কোনো ছবি শেয়ার করা যাবে না। তবে 'Promotional Purpose'-এ আপনার পেজ, প্রফাইল বা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের লিংক ক্যাপশনে ব্যবহার করতে পারবেন।⁍ ছবি বা ভিডিও অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং কোনো প্রকার ঝাপসা লো-কোয়ালিটির ছবি এপ্রুভ করা হবে না। ⁍ অভদ্র, অমার্জিত এবং অরূচিশীল পোস্ট করা থেকে সকলকে বিরত থাকতে হবে। কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন পোস্ট, কমেন্ট দেখলেই সাথে সাথে তা ডিলেট করা হবে এবং সেই মেম্বারকে রিমুভ করা হবে।⁍ অন্যের সৃষ্টকর্ম নিজের নামে চালিয়ে দেওয়া থেকে সকলকে বিরত থাকতে হবে। এমন 'Copyright issue' দেখলেই প্রথমে প্রকৃত আর্টিস্টকে জানাতে হবে এবং এডমিন প্যানেলের কোনো মেম্বারকে জানাতে হবে। সেই মেম্বারকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে।⁍ সাহিত্য, শিল্প এবং শিল্পবিষয়ক পোস্ট ছাড়া অন্য কোনো ধরনের পোস্ট গ্রুপে এপ্রুভ করা হবে না। এ ধরনের পোস্ট দেখলে তা ডিলেট করে দেওয়া হবে। আমাদের ফেসবুক পেজ লিংকঃhttps://www.facebook.com/apertureandcanvasআমাদের ইন্সটাগ্রাম পেজ লিংকঃhttps://www.instagram.com/apertureandcanvas/"Aperture and Canvas" এর এই স্বল্প দিনের পথচলায় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আগামী দিনগুলোতেও আপনাদের সহযোগিতা কামনা করছি।ধন্যবাদ ❤️