E-learning - Dhaka, Dhaka Division, Bangladesh
মানবসেবাই প্রকৃত ধর্ম। আল্লাহকে কাছে পাওয়ার আরেকটি অন্যতম মাধ্যম হলো মানবসেবা।ইসলাম মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা ও ভ্রাতৃত্ব বন্ধনের জন্যে অনুপ্রেরণা দেয়। মানুষের সেবা করতে এবং তার কষ্ট, অসুবিধা দূর করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন।আপন সেবারলক্ষ্য ও উদ্দেশ্যক) "আপন সেবা" প্রধানত সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে।খ) "আপন সেবা" দেশের শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষত তরুণ সমাজকে সংগঠিত করবে।গ) "আপন সেবা" শিক্ষার উন্নয়ন ও প্রসারে কাজ করবে।ঘ) "আপন সেবা" স্বাস্থ্য সচেতনায় কাজ করবে।ঙ) "আপন সেবা" যে কোন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখবে।চ) "আপন সেবা" সবসময় সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে থাকবে।ছ) "আপন সেবা" এতিম শিশুদের নিয়ে কাজ করবে।জ) "আপন সেবা" পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।ঞ) "আপন সেবা" সাহিত্য,সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করবে।ট) "আপন সেবা" বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে কাজ করবে।ঠ) "আপন সেবা" গুণীজনদের সংবর্ধনা দিবে।ড) "আপন সেবা" বেকার সমস্যা নিয়ে কাজ করবে।যতক্ষন আছে দেহে প্রান, মানবতার জন্য লড়ে যান, যদি ও না পান মানুষের কাছে সেই দাম, আল্লাহ পাক দিবেন তার প্রতিদান।মানুষের সেবা করা, দুখী মানুষের পাশে দাঁড়ানো একটি উত্তম ইবাদত। মানুষ সৃষ্টির সেরা জীব- আশরাফুল মাখলুকাত। আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম ও মা হজরত হাওয়া আলাইহিস সালাম হতে আমাদের মানবকূলের বংশ বিস্তৃত। সে হিসেবে আমরা একজন আরেকজনের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে জড়িত। প্রত্যেক মানুষ মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সুন্দর ভুবন গড়ে তোলা সম্ভব।