Primary/secondary Education - Dhaka, Dhaka Division, Bangladesh
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে এটি বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত। এটির পরিচালনায় রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর দক্ষ পরিচালনা পরিষদ, অভিজ্ঞ অধ্যক্ষ, প্রাজ্ঞ শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও কর্মচারীবৃন্দ- যাদের নিরলস প্রচেষ্টায় বিদ্যাপীঠটির সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত সদস্যবৃন্দ ও এলাকার জনগণের সন্তানদের সুশিক্ষার জন্য বাংলাদেশ বিমান বাহিনী ১৯৭২ সালে ‘এয়ারফোর্স স্কুল' নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে এটির নামকরণ করা হয় বি এ এফ শাহীন স্কুল। পরবর্তীতে ১৯৮২ সালে এটিকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয় এবং পুনঃনামকরণ করা হয় বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা।এখানে শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে শিক্ষালাভ করে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষায় রয়েছে এ কলেজের গৌরবময় ফলাফল। শিক্ষার্থীরা ইতিপূর্বে বোর্ডের মেধা তালিকায় স্থান লাভসহ প্রতি বছরই কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায়ও ছাত্র-ছাত্রীরা রাখছে সাফল্যের দীপ্ত স্বাক্ষর।‘শিক্ষা-সংযম-শৃঙ্খলা' হচ্ছে এ কলেজের মূলনীতি। তাই শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক পাঠদান নয় বরং ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন করে তাদেরকে সৎ, সুশৃঙ্খল, সংযমী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।