Education Management - Dhaka, Dhaka Division, Bangladesh
***পরিচিতিঃ"যুক্তির আলোয় উদ্ভাসিত হোক তারুণ্যের প্রভা" এই স্লোগানকে সামনে রেখে "শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার মাধ্যমে পরমত সহিষ্ণুতা অর্জন এবং নীতি, নৈতিকতা, সৌহার্দ্য ও মূল্যবোধের সৌধ প্রতিষ্ঠা করা" এই লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের প্রত্যয়ে ২০২০সালের ৫-ই জানুয়ারি কয়েকজন তরুণ শিক্ষার্থীর একান্ত প্রচেষ্টায় ঢাকার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় বন্ধন ডিবেটিং সোসাইটি।বাংলাদেশের অধিকাংশ ডিবেটিং ক্লাবই নির্দিষ্ট প্রতিষ্ঠান কেন্দ্রিক হওয়ায় দেশের অনেক শিক্ষার্থীই বঞ্চিত হচ্ছে বিতর্কের মত একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম থেকে। আর সেই দিকগুলো বিবেচনায় রেখে বন্ধন ডিবেটিং সোসাইটি দেশের সকল স্তরের অর্থাৎ মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একসাথে কাজ করতে বদ্ধপরি।প্রতিষ্ঠাকালে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে প্রধান উপদেষ্টা করে পাঁচ(০৫) সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন এবং তাদের পরামর্শক্রমে এস এম নোমানকে প্রেসিডেন্ট, জিহাদুল ইসলামকে ভাইস প্রেসিডেন্ট এবং নুরুন্নবী সোহানকে জেনারেল সেক্রেটারি করে সর্বমোট (০৯) সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়।***আমাদের কার্যক্রমঃ(ক) প্রতি সপ্তাহে বিতার্কিকদের মধ্যে পাঠচক্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি ব্যপ্ত করা।(খ) প্রতি সপ্তাহে বিতর্ক কর্মশালার আয়োজন করা।(গ) জাতীয় টেলিভিশন বিতর্কসহ বিভিন্ন আমন্ত্রণমূলক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করা।(ঘ) প্রতি দুই সপ্তাহ অন্তর বিতার্কিকদেরকে টিম করে দিয়ে বিতর্ক করানো।(ঙ) প্রতিমাসে একটি আন্তঃ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা।(চ) প্রতিবছর তার্কিক পুনর্মিলনী ও বিতর্ক উৎসবের আয়োজন করা।(ছ) সম্ভাব্য ক্ষেত্রে বিভিন্নরকম বিনোদনমূলক বিতর্ক,সেমিনার, শিক্ষাসফর ইত্যাদি আয়োজন করা।(জ) বিতর্ক বিষয়ক দেয়ালিকা ও সাময়িকী প্রকাশ করা।(ঝ) যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ডিবেটিং ক্লাব নেই সেখানে ডিবেটিং ক্লাব গঠন করা।
Mobile Friendly