Individual & Family Services - Dhaka, Dhaka Division, Bangladesh
মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তার অন্য কারো উপর নির্ভর করতে হয় । বন্ধন হোম কেয়ার ওই মানুষের কথা চিন্তা করে নার্সিং হোম সার্ভিস,হসপিটাল অ্যাটেন্ডেন্ট সার্ভিস,থেরাপি হোম সার্ভিস, ন্যানী সার্ভিস ইত্যাদি সেবা চালু করেছি । বন্ধন হোম কেয়ার আপনার পরিবারের সেই সব মানুষদের সার্বক্ষণিক তার পাশে থেকে সেবা করবে এবং তাকে মানসিক ও শারীরিক সাপোর্ট দিয়ে থাকে ।সেবা সমূহঃ নার্সিং হোম সার্ভিসআমাদের দক্ষ সেবিকারা আপনার বাসায় গিয়ে আপনার আপন জনের ২৪ ঘন্টা সেবা প্রদান করবে। তাদের গোসল করা, খাবার খাওয়া, ডায়াপার পরিবর্তন করা,পোশাক পরিবর্তন করা, সময়মত ঔষধ খাওয়ানো, ব্লাড প্রেশার মাপা, ব্লাড সুগার চেক করা, ইনসুলিন দেওয়া,ইনজেকশন পুশিং ইত্যাদি কাজ প্রতিদিন সম্পূর্ন করবে।হসপিটাল অ্যাটেন্ডেন্ট সার্ভিসঅসুস্থ ও বয়স্ক সুস্থ মানুষকে হাসপাতালে দেখাশুনা করার জন্য অ্যাটেন্ডেন্ট প্রদান করে থাকি।থেরাপি হোম সার্ভিসবাসায় গিয়ে ফিজিওথেরাপি, স্পিচ ও অকুপেশনাল থেরাপি দেওয়া হয়।ন্যানী সার্ভিসআপনার ছোট সোনামনিকে দেখাশুনার জন্য, ওষুধ খাওয়ানোর জন্য, ঘুমপাড়ানোর জন্য, কিংবা তার সাথে খেলা-ধুলা করার জন্য বাসায় একজন ন্যানী/সেবিকা আপনার বাসায় প্রদান করে থাকি।
Apache
WordPress.org
Google Font API
Mobile Friendly