Outsourcing/offshoring - Dhaka, Dhaka Division, Bangladesh
আসসালামু আলাইকুম বন্ধুরা। স্বাগতম, আপনাদেরকে এই BD Freelancing Club (BDFC) এ। Freelancing ও Outsourcing নিয়ে বাংলাদেশে অনেক Public ও Private Group/Institution আছে। সবাইকে সাধুবাদ ও শুভকামনা। কিন্তু আমরা একটু ভিন্নধর্মী, ব্যতিক্রমী, বাস্তবিক ও দেশ বান্ধব Group/Institute হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার প্রয়াসে রত। খুব ভালো লাগে এবং গর্বিত হই যখন দেখি আমাদের দেশের দক্ষ, মেধাবী ও পরিশ্রমী ফ্রিল্যান্সাররা পৃথিবীর সব বাঘা বাঘা দেশের ফ্রিল্যান্সারদের সাথে প্রতিযোগিতা করে আমেরিকা, রাশিয়া, জাপান, নেদারল্যান্ডস সহ বড় বড় দেশের Data Entry, Graphics Design, Lead Generation, Digital Marketing, Email Marketing, Facebook Marketing, SEO, Account & Finance Management, Business Plan, Business Consulting, Programming, Web Research etc. কাজ বাংলাদেশে বসেই করছে। আমরা আশা করি আমাদের এই অনলাইন যোদ্ধারা অনেক সীমাবদ্ধতার মধ্যেও আরো এগিয়ে যাক উন্নতির শিখরে। আসুন না, আমাদের এই বিখ্যাত ফ্রিল্যান্সারদের দিয়ে নিজ দেশের কর্পোরেট ওয়ার্ল্ডের কিছু কাজ করাই Outsourcing এর মাধ্যমে উন্নত বিশ্বের মতো পারিশ্রমিক দিয়ে। তাদেরকে সময়োপযোগী Training ও Tricks দিয়ে আরো কার্যকর ও অপ্রতিদ্বন্দ্বী করে তুলি। আমাদের ফ্রিল্যান্সারদের মনোবলকে আরো দৃঢ় করি এবং Upwork, Fiverr, Freelancer.com ইত্যাদি Work Place এ আমরা ও যুক্ত হই Seller/Employer হিসেবে। নিজের দেশের Brand Value কে আরো শানিত করি। আমাদের দেশে ফ্রিল্যান্সিং পেশা কে একটা সরকারি চাকুরি/ব্যাংক জব/মাল্টিন্যাশনাল কোম্পানির জব এর মতো Attractive, Prestigious ও Alluring করে তুলি। এছাড়াও এই Group এ একজন নতুন ফ্রিল্যান্সার কে প্রয়োজনীয় SkillsTraining, Freelancing Platform Profile Making Tips, Payment Method Tips দেয়া হবে।