Education Management - Manikganj, Dhaka Division, Bangladesh
বিদ্যাপাঠ এমনি একটি অ্যাপ্লিকেশান যেখান থেকে শিক্ষার্থীরা সকল অনলাইন শিক্ষামুলক ওয়েবগুলো একসাথে একজায়গায় পাবে ।একবিংশ শতাব্দীতে বই নিয়ে পড়ে থাকা আর নয় ! পড়ালেখাকে আরো আনন্দদায়ক করতে চলে এসেছে "বিদ্যাপীঠ" ।দেশের সব বড় বড় শিক্ষা প্যাটফর্মগুলোর সম্বনয়ে তৈরি "বিদ্যাপীঠে" তুমি পাবে একইসাথে রবি টেন মিনিট স্কুল, আমাদের স্কুল, অন্যরকম পাঠশালা, টেকনিক ইজি এডুকেশন এর মত অসংখ্য শিক্ষা চ্যানেল এর হাজার হাজার কন্টেন্ট । তুমি তোমার পছন্দের টিচার এর কন্টেন্ট খুব সহজেই এক জায়গায় পেয়ে যাবে ।বর্তমানে ইউটিউবের উপর আমরা অনেকাংশে নির্ভরশীল । কিন্তু সমস্যা হচ্ছে কোনো একটি ক্লাস দেখার সময় আমরা ডিস্ট্রাক্টেড হয়ে নতুন আরেকটি ভিডিও ( যেমন গান বা মিম) দেখা শুরু করি । ফলে কাজের কাজ কিছুই হয় না উল্টো সময় নষ্ট । বিদ্যাপীঠ নিয়ে এসেছে সমাধান । তুমি এখানে কোনো প্রকার ডিস্ট্রাকশন পাবে না ।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা চাকরি পরীক্ষা যেকোনো অবস্থাতেই বিদ্যাপীঠ তোমার পাশে । প্রত্যেক ক্লাসের জন্য রয়েছে ডিজিটাল ই-বুক ও নোটস, অধ্যায়ভিত্তিক মক টেস্ট সহ অসংখ্য ফিচার ।এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য ইউনিট ভিত্তিক কুইজ । বিগত বছরের প্রশ্ন দেখে নিজেকে প্রস্তুত করতে পারো তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের জন্য ।প্রতি সপ্তাহেই তুমি পাবে একটি করে লাইভ ক্লাস । যেখানে টিচারদের প্রশ্ন করে বাড়াতে পারো নিজের জ্ঞানের পরিধি ।এছাড়া যুগোপযোগী কার্যকর ফিচার এর মধ্যে রয়েছে অডিও বুক । অর্থাৎ যেকোনো বইয়ের যেকোনো অধ্যায় তোমাকে আর দেখতেও হবে না । শুধু কান খোলা রাখলেই হবে ।এটি তো গেল কেবল বিশ্ববিদ্যালয় পর্যন্ত । বিস্তারিত জানতে চোখ রাখুন "বিদ্যাপীঠ" ।(বিশেষ দ্রষটব্য : বিদ্যাপীঠ অ্যাপ্লিকেশনটির এখনো কাজ চলছে । আশা করা যায়, খুবই শীঘ্রই আমরা সারা বাংলাদেশ ব্যাপী নিজেদের নাম উজ্জ্বল করতে পারবো । আমাদের লক্ষ্য ২০২৫ সাল এর মধ্যে সবাইকে বিদ্যাপীঠ অ্যাপ্লিকেশনটির আওতায় আনার । ধন্যবাদ)