Graphic Design - , Chittagong Division, Bangladesh
FBStock এর পরিচিতি।প্রতিষ্ঠানের নাম: FBStockস্লোগান: Skill for Earnপ্রশিক্ষণের সহযোগী প্রতিষ্ঠানঃ FBIT Schoolলক্ষ্য: দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানে মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং মানসম্পন্ন সেবা নিশ্চত করা।উদ্দেশ্য: সুপ্ত প্রতিভা বিকাশ করে সৎ ও দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দক্ষতা ও সততার উপযুক্ত মূল্যায়ন। কর্মসূচী: 1. Microstock Site গুলোতে Contributor হিসেবে কাজ করা। 2. Creative Service দেওয়া।3. দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ। 4. নিজস্ব মার্কেটপ্লেস তৈরির চেষ্টা করা। 5. সকলের উন্নতি নিশ্চিত করা।প্রতিষ্ঠাতাঃ মোঃ ইউসুফ (গ্রাফিক্স ডিজাইনার )প্রতিষ্ঠাকালঃ ১ এপ্রিল ২০২১কার্যক্রম শুরুঃ ১৪ এপ্রিল ২০২১পরিচালনা পদ্ধতিঃ প্রতিষ্ঠাতার আওতাধীন পরিচালক এবং সহকারী পরিচালক থাকবে। পরিচালক এবং সহকারী পরিচালকের আওতাধীন টিম লিডাররা থাকবে। টিম লিডারদের আওতাধীন স্ব স্ব বিভাগের সদস্যরা থাকবে । এছাড়াও পরিচালকের আওতাধীন বিশেষ কাজে দক্ষ লোক (১জন ডিজিটাল মার্কেটার ও SEO এক্সপার্ট, এক বা একাধিক রিভিউ ও আপলোড কারী এবং অন্যন্যরা) থাকবে। যদি টিমের কাজের পরিধি বৃদ্ধিপায় তাহলে আলাদা আলাদা বিভাগ খুলে তার বিভাগীয় প্রধান পরিচালকের আওতাধীন থাকবে। মোবাইলঃ 01704-980763ই-মেইলঃ fbstockbd@gmail.comফেইসবুক পেইজঃ https://www.facebook.com/fbstockbdFBStock এর কাজ হচ্ছে কন্ট্রিবিউটরদের কাছ থেকে মানসম্পন্ন ডিজাইন নিয়ে বিভিন্ন মাইক্রোস্টাক সাইট গুলোতে বিক্রি করা এবং চুক্তিভিত্তিক লভ্যাংশ কন্ট্রিবিউটরদের মাঝে শেয়ার করা।