Real Estate - ঢাকা, ঢাকা বিভাগ, Bangladesh
বেঁচে থাকার জন্য প্রয়োজন অন্ন, বস্ত্র এবং বাসস্থান, যা একজন সুনাগরিকের মৌলিক চাহিদা ৷ সকল শ্রেণীর মানুষের জন্য উক্ত চাহিদাগুলোর মধ্যে বাসস্থান ও বাণিজ্যিক স্থানের অভাব পূরণে সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচেছ iNTECH PROPERTIES LTDএমনিতেই বাসস্থান ও ব্যাবসা-বানিজ্যের স্থান/সুযোগ সুবিধা সীমিত হয়ে আসছে ৷ তাই সমস্যা সমাধানের লক্ষ্যে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ আর্কিটেক্ট এবং প্রকৌশলীবৃন্দiNTECH PROPERTIES LTD এর পক্ষে কাজ করে চলেছেন ৷বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, সে হারে জমির পরিমান বাড়ছে না ৷ আর যতটুকু জমি অবশিষ্ট রয়েছে সেটুকুতেও প্রতিনিয়তই অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বাড়ি-ঘর, কমার্শিয়ালস্পেসসহ বিভিন্ন স্থাপনা ৷ যা কিনা নাগরিকদের নিত্যদিনের ভোগান্তির উৎস ৷তাই নাগরিকদের এই সমস্যা সমাধানের জন্য iNTECH PROPERTIES LTD -ই দিচ্ছে, আপনার জন্য পরিচ্ছন্ন পরিকল্পিত Flat, আবাসন এবং বাণিজ্যিক ভবন ৷যা আপনার চাহিদা অনুযায়ী সাধ ও সাধ্যের মধ্যে করে দিচ্ছে বসবাস ও ব্যাবসা স্থাপনের অপূর্ব সুযোগ ৷ তাই এখন আপনার জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা সম্বলিত, সাজানো গোছানো সুন্দর ভবন নির্মাণের দায়িত্ব নিয়ে iNTECH PROPERTIES LTD " আছে আপনাদের পাশে ৷ আপনারা জেনে নিশ্চয়ই আনন্দিত হবেন যে, " iNTECH PROPERTIES LTD " -ই নিয়ে আসছে আপনার কাঙিখত সেই স্বপ্ন পূরণের সুযোগ, যা পরিকল্পনাবিদদের দ্বারা নির্মিত সর্বাধুনিক পরিকল্পিত আবাসিক ভবন ৷iNTECH PROPERTIES LTD এর প্রকল্পগুলোর ক্রেতা যদি আপনি হন, তাহলে আমাদের যাবতীয় সুযোগ-সুবিধাগুলো সহজেই উপভোগ করতে পারবেন ৷ আবাসন প্রকল্পগুলো নিরিবিলি সুন্দর প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে ৷প্রকল্পগুলোর একেবারে কাছেই সকল ধরনের যোগাযোগের জন্য পরিবহন সুবিধা থাকায় - সহজেই পাচ্ছেন বাংলাদেশের যে কোন জেলাতে ভ্রমণের জন্য রেলস্টেশন, বিভিন্ন দেশে ভ্রমণের জন্য বিমান পরিবহনের ব্যবস্থা এবং অতি নিকটেই এসি/নন-এসি গাড়ি চলাচলের ভি-আইপি রোড ৷ ফলে আবাসিক প্রকল্পগুলো হয়ে উঠেছে আরো আকর্ষণীয় ৷যা সকলের সাধ এবং সাধ্যের মধ্যেই তৈরী করেছে চমৎকার সুযোগ ৷
Cloudflare DNS
Google Font API
Facebook Login (Connect)
Rackspace MailGun
CloudFlare Hosting
Bootstrap Framework