Online Media - Khulna, Khulna Division, Bangladesh
আজ কিশোর-কিশোরীদের নিজেদের খুঁজে পাওয়া বেশ দুষ্কর হয়ে পড়ছে। তারা অনেকেই নিজেরা নিজেদের মনের কথা সাহিত্যের ছোয়ায় প্রকাশ করে লুকিয়ে রাখছে অথবা এই রচনা কোথায় প্রকাশের জন্য দিবে তা জানতে পারছে না। স্ব-বিকশিতর পথ এক রকম বন্ধ প্রায় দেখে তারাও রচনা চর্চা দিন দিন কমিয়ে ফেলে। আমাদের পত্রিকা তাদের জন্যই যারা স্ব-বিকশিত হতে চায়। বাংলা সাহিত্যে যারা তাদের রচনার ছাপ রাখতে চায় এবং স্ব-আলোকিত হবার পাশাপাশি অন্যকেও আলোকিত করতে চায়। এই পত্রিকারূপ মঞ্চ তাদেরই স্বাগত করে।
Nginx
WordPress.org
Google Font API
Mobile Friendly
Bootstrap Framework