Publishing - Dhaka, Dhaka Division, Bangladesh
২০১১ ইং সনের রমজান মাস থেকে কিতাবের জগতে আমাদের পথচলা শুরু- ঢাকার পার্শ্ববর্তী এলাকা ‘মাদানীনগর'এ। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের উদ্দেশ্য ছিল উলামায়ে কেরাম ও তালিবুল ইলমের জন্য দূর্লভ কিতাবগুলো সহজলভ্য করা। সেই লক্ষ্যে চাহিদা মোতাবেক বিভিন্ন দেশ হতে আরবী, উর্দু, ইংরেজী ভাষায় রচিত কিতাবসমূহ সংগ্রহ করি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের সংগ্রহে রয়েছে প্রায় সকল দ্বীনি বিষয়ের উপর রচিত বিদেশী কিতাবের বিশাল সমারোহ। এছাড়াও দরসি-গাইরে দরসি সব ধরণের কিতাবসমূহ আমরা চাহিদা মোতাবেক সূলভ সরবরাহ করে যাচ্ছি।বিদেশী কিতাবের পাশাপাশি আমরা বাংলা প্রকাশনা বিভাগ শুরু করি। আমরা আমাদের বইয়ের ভাষা, সাহিত্য ও বইয়ের বাহ্যিক গঠন মান উন্নয়নে সদা যত্নশীল। আমাদের প্রকাশনা বিভাগ হতে ইতিমধ্যে কয়েকটি বই পাঠকদের নিকট বেশ সমাদৃত হয়েছে।