Health, Wellness & Fitness - Dhaka, Dhaka Division, Bangladesh
MIND BOOST- Motivational Counseling Firm. It helps people to think positively, to eradicate frustration properly and to keep motivated throughout the life.Mind Boost বিশ্বাস করে- মানসিক অবস্থা মানুষের সকল কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। সুতরাং মানসিক সুসাস্থ্য যেমন শারীরিক সুসাস্থ্যের মূলে থাকে, তেমনি সুস্থ্য সুন্দর মন একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারে।LIVE অর্থ বেঁচে থাকা। জীবন ধারণ করা। শব্দটির দারুণ একটি ব্যাখ্যা আছে। সেটা হলো: L- life, I-is, V-very, E-easy। সুতরাং LIVE অর্থ Life Is Very Easy । Mind Boost এই ফিলোসফির সঙ্গে সম্পূর্ণ সহমত। আমরাও বিশ্বাস করি- মানুষ তার নিজের তৈরি করা সমস্যার মধ্যেই ঘুরপাক খায়। সে জালে জড়িয়ে আরো বড় সমস্যা তৈরি করে। বস্তুত- সুন্দর চিন্তা এবং খানিক সতর্কতাই আপনার জীবনকে খুব সহজভাবে পরিচালিত করতে পারে। যে জীবনে পিছুটান, অনুশোচনা এবং দুঃখবোধকে আলাদাভাবে স্থান দিতে হবে না।Mind Boost প্রাধান্য দিবে তরুণ সমাজকে। যারা ক্যারিয়ার, সম্পর্ক এবং জীবন নিয়ে হাপিয়ে ওঠেছে। হতাশায় ডুবে আছে। ড্রাগ বা পর্ণোগ্রাফিতে মত্ত হয়ে আছে। তাদেরকে সংশোধনের চেষ্টা করবে।Mind Boost কথা বলবে বাবা-মার সঙ্গে। যারা সন্তানদের ব্যাপারে সিন্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। অতীত প্যারেন্টিঙ ভুল না সঠিক ছিল- এ নিয়ে ভাবছে। Mind Boost তাদের সাহায্য করবে।Mind Boost ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তাদের সমাধান করবে।কাজের ভিড়ে যাদের সামান্য ফুরসৎ মিলে না। তবু রাতে প্রচণ্ড দুশ্চিন্তায় বিছানায় ছটফট করে। জীবনের গণিত এখনো যাদের কাছে চরম বিভীষিকা। তাদেরকে নিয়ে Mind Boost কথা বলবে। সহায়তা করবে।Mind Boost শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার এবং পরিকল্পনার ক্ষেত্রে সাহায্য করবে।Mind Boost সমাজের সকলের চিন্তা ভাবনায় বৈচিত্র আনতে চায়। সুন্দর সহজ সরল এবং স্থিতিশীল সমাজ বিনির্মান করতে চায়। মানসিক বৈকল্য এবং সংকীর্ণতা দূর করে সম্ভাবনা ও সফলতার গল্প নির্মাণ করতে চায়।
Gmail
Apache
Mobile Friendly
YouTube