Higher Education - Dhaka, Dhaka Division, Bangladesh
শিক্ষায় বিশ্বমান স্পর্শ করা এবং আমাদের শিক্ষার্থী প্রত্যেকে ভালাে ও সফল মানুষ হিসেবে গড়ে তােলার লক্ষ্যে আধুনিক শিক্ষায় শিক্ষা প্রদানের ব্রত নিয়ে ২ জানুয়ারি ২০১৪ সালে ৩.৮৩ একর জমির উপর গড়ে উঠেছে অত্যাধুনিক নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। একটি দক্ষ পরিচালনা পর্যায়ের দূরদর্শী দিক নির্দেশনায় নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠানের স্বপ্ন যাত্রা। বর্তমানে বাংলা ও ইংরেজি মাধ্যমে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৪০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখন ২৪টি ক্লাবের মাধ্যমে সহশিক্ষা কার্যক্রমের পরিচর্যা করা হয়। প্রতিষ্ঠানের মূলমন্ত্র: "শেখো-সৃজন করো-নেতৃত্ব দাও" প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে অর্জিত জ্ঞানের আলােয় আলােকিত হবে শিক্ষার্থীদের মেধা ও মনন, সৃজন উৎসবে মেতে উঠে নেতৃত্বের নব আলােক ধারায় বির্নিমাণ করবে নতুন বিশ্ব।
Nginx
Google Font API
Google Maps (Non Paid Users)
Bootstrap Framework