Computer Software - Dhaka, Dhaka Division, Bangladesh
MobiPath - মোবাইল পাঠশালাস্কুল ব্যবস্থাপনা এখন হাতের মুঠোয়বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপণাকে ডিজিটালে রূপান্তরই এর প্রধান লক্ষ্য।মোবাইল অ্যাপস এর মাধ্যমে ছাত্র, শিক্ষক ও অভিভাবকগণের মধ্যে যোগসূত্র স্থাপনই এর অন্যতম প্রধান উদ্দেশ্য। শিক্ষার্থীদের স্কুলে ভর্তি থেকে শুরু করে বিদ্যালয় থেকে চুড়ান্ত সার্টিফিকেট গ্রহণ পর্যন্ত সকল ধাপসমূহ মোবিপাঠে অর্ন্তভূক্ত রয়েছে।একই সাথে মোবাইল ফোন ও ডেস্কটপ কম্পিটারের ব্যবহারের উপযোগী এই সফটওয়্যার তৈরীতে কাজ করেছেন ইউরোপ-আমেরিকার সফটওয়্যার ইন্ডাষ্ট্রিতে কাজ করা দক্ষ প্রোগ্রামাররা।Features :স্কুল ও ব্যবস্থাপনা কমিটির পরিচিতিশিক্ষার্থী ও শিক্ষক প্রোফাইলশ্রেণীকক্ষেই শিক্ষার্থীর উপস্থিতি সংগ্রহ একাডেমিক ক্যালেন্ডার, ক্লাশ ও পরিক্ষার রুটিন পরীক্ষার ফলাফল তৈরী ও প্রদান অনলাইনে বেতন প্রদান, পর্যবেক্ষন, স্কুলের সকল হিসাব নিকাশ তৈরী ও সংরক্ষণশিক্ষার্থীর আইডি কার্ড, পরীক্ষার সিট প্লান, এডমিট কার্ড, শিক্ষকগণের বেতন বিল, মেয়েদের উপবৃত্তি বিল সহ বিভিন্ন রিপোর্ট তৈরীলাইব্রেরী, সততা ষ্টোর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ইনভেন্টরী তৈরীস্কাউটিং সহ স্কুলের বিভিন্ন নিউজ ও ইভেন্ট আপডেটবিভিন্ন অ্যাপলিকেশন ফরম তেরী ও সাবমিশন ড্যাশবোর্ড ব্যবহারের মাধ্যমে প্রধান শিক্ষক কিংবা উর্ধতন কর্তৃপক্ষের স্কুল সম্পর্কে যাবতীয় তথ্য শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিপরীক্ষার ফলাফলগ্রাফচিত্রের মাধ্যমে শিক্ষার্থীদের প্রোগ্রেস রিপোর্টস্কুল ভিত্তিক বিভিন্ন তথ্য এনালাইসিস তাৎক্ষণিকভাবে করতে পারবেন।