Education Management - , Rajshahi Division, Bangladesh
তোমরা সবাই জানো, বিজ্ঞান কেবল একটি বিষয় নয়, বরং এটি দুনিয়াকে জানার, বোঝার এবং পরিবর্তন করার একটি হাতিয়ার। এই হাতিয়ারের জোর হচ্ছে তার পদ্ধতিতে, যা কিনা সর্বজনীন এবং সবার জন্য একই। পদার্থবিজ্ঞানের নিয়ম পৃথিবীর সবচেয়ে সম্পদশালী দেশে যে রকম, আমাদের দেশেও সে রকম। গাছ থেকে আপেল আমাদের দেশে যেভাবে মাটিতে পড়ে, তেমনই তা অস্ট্রেলিয়াতেও পড়ে। বিজ্ঞানের এই সর্বজনীনতা ও নিরপেক্ষতা আমাদের সামনে এক নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। সেটি হলো, দুনিয়ার জ্ঞানভান্ডারে আমাদেরও যে কিছু দেওয়ার যোগ্যতা আছে, সেটি প্রমাণ করা।এই প্রমাণ আমরা অবশ্য নিরন্তর দিয়ে যাচ্ছি। তোমরা অনেকেই জানো, এই দুনিয়ার সব বস্তুকে বিজ্ঞানীরা দুটি দলে ভাগ করেছেন। এর একটি হলো ফার্মিয়ন এবং অন্যটি হলো বোসন। আর এই বোসন হলো বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্র নাথ বসুর সম্মানে! জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, কুদরত-এ-খুদা, জামাল নজরুল ইসলামের মতো বিজ্ঞানীদেরই উত্তরসূরি তোমরা। তাঁদের দেখানো পথ ধরে একদিন তোমরাও বিশ্ববাসীর কাছে আমাদের মুখ উজ্জ্বল করবে। এই প্রত্যয় আমাদের রয়েছে। আমরা সে লক্ষ নিয়েই এগোচ্ছি। তারই একটা অংশ পাবনা সাইন্স ক্লাব, একইসাথে পাবনার প্রথম কোন সাইন্স ক্লাব :)আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য :) ধন্যবাদ আপনাকে :)