Education Management - , Khulna Division, Bangladesh
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, কোন একটি ভাল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সন্মুখস্থিত পথ থাকে নানা বাধায় পরিপূর্ণ। খুব ছোটবেলা থেকেই, সময়ের সাথে তাল মিলিয়ে, কঠিন প্রতিযোগীতার মধ্য দিয়ে তাদের এগিয়ে যেতে হয়। তাদের সুষ্ঠু মানসিক বিকাশ, গতানুগতিক শিক্ষা পদ্ধতির সাথে নিজেকে মানিয়ে নেয়া, ভবিষ্যতের জন্য প্রস্তুত করে গড়ে তোলা ইত্যাদি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুনিশ্চিত করার লক্ষ্যে ২০১২ সালে যাত্রা শুরু করে সঞ্চরণ এডুকেশন কেয়ার।সঞ্চরণের প্রধান উদ্দেশ্য, উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের অনন্য কৌশল দ্বারা ছাত্র-ছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটিয়ে সৃষ্টিশীল ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং এর পাশাপাশি সুপরিকল্পিত ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান।সামনের বন্ধুর পথকে কিছুটা হলেও সহজ ও সাবলীলভাবে পাড়ি দিতে শিক্ষার্থীদের পাশেই আছে সঞ্চরণ।