Public Relations and Communications - , ,
SBSF এর যাত্রা শুরু ২০১২ সাল থেকে। SBSF কাজ করে সামাজিক ব্যবসায় নিয়ে তরুণদের উদ্ভুদ্ধ করতে এবং তাদের যথাযথ সহায়তা দিতে। আমাদের কাজ কেবল জাতীয় পর্যায়ে না বরং আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত। নোবেল বিজয়ী ইউনুস স্যার এর Yunus Center এর সাথে আমরা সরাসরি কাজ করি এবং কানাডার HEC Montreal বিশ্ববিদ্যালয় সহ আমাদের আরও পার্টনার রয়েছে। তরুণদের সামাজিক ব্যবসায় সম্পর্কে ধারণা দিতে, তাদের নেটওয়ার্কি ং , ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে সহায়তা করতে কেবল সেমিনার বা ওয়ার্কশপ না, আমরা Social Business Exposure program এর মত এক্সক্লুসিভ রেসিডেন্সিয়াল প্রোগ্রাম করি যেখানে ২দিন ব্যাপি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে বিভিন্ন মজার এক্সপেরিএন্স সহ সামাজিক ব্যবসায়ের আইডিয়া জেনারেট করা থেকে ব্যবসায় মাঠে নামানোর জন্য প্রয়োজনীয় বিষয় সেখান হয়। এছাড়াও, SBSF বাংলাদেশে ৩ বছর ধরে Social Business Creation এর মত আন্তর্জাতিক প্রতিযোগিতার Regional Final আয়োজন করছে এবং বাংলাদেশি পারটিসিপেন্টস দের প্রয়োজনীয় গাইডলাইন এবং সহায়তা দিচ্ছে যার ফল সরূপ এ বছর ৪টি বাংলাদেশি দল কানাডাতে world final এ participate করছে (প্রতি বছরই অন্তত একটি দল world final এ অংশ নেয় বাংলাদেশ থেকে)। Entrepreneurship ছাড়াও SBSF তার সদস্যদের skill development এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামে যুক্ত হতে সহায়তা করে। International Social Business Summer Program যা ১০ দিনের একটি সামার প্রোগ্রাম যেখানে 16 টিরও বেশি দেশ থেকে তরুণরা আসে এবং আরও বিভিন্ন international প্রোগ্রামে SBSF এর সদস্যরা যুক্ত হওয়ার সুযোগ পায়।
Nginx
Google Font API
Mobile Friendly