Information Technology & Services - Dhaka, Dhaka Division, Bangladesh
সংযোগ.কম একটি অনলাইন প্লাটফর্ম যা ডিজিটাল জগতে বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তার জন্য তৈরি। এই সহায়তা হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে ব্যবসায়িক কর্মক্ষেত্রে আবার হতে পারে সামাজিক কর্মকান্ডে। আমাদের এই প্লাটফর্মটি সেন্টালাইজট অনলাইন এবং যে কোন ডিভাইজ হতে এবং যে কোন জায়গা হতে এক্সেসযোগ্য। প্লাটফর্মটি আধুনিক প্রযুক্তি ও মার্জিত ইউজার এক্সপ্রিয়েন্স ও ইউজার ইন্টার ফেসের সংমিশ্রনে তৈরি যা সমাধানের ব্যাবহারকারী জন্য উপযোগী। প্রত্যেকটি এপ্লিকেশন খুবই সহজ ভাবে নেভিগেটেড এবং প্রত্যেক এপ্লিকেশন এর আলেদা আলেদা ডেসবোর্ড আছে কিন্তু সবগুলো এপ্লিকেশন একটির সাথে আরেকটি ইন্টিগ্রেটেড এবং সেন্টালাইজট। প্লাটফর্মটি সফটওয়ার এজ এ সার্ভিস (SaaS) বেসড যা আপনার প্রয়োজন অনুযায়ী ইন্সটল করে নিতে পারবেন আবার না চাইলে যে কোন সময় সাবস্ক্রাইবশন অফ করতে পারেন।প্লাটফর্মটিতে রেজিস্টেশন করলেই একটি ইউনিক আইডি তৈরি হয় এবং সাথে সাথে একটি মিনি অয়েবসাইড বা পেইজ তৈরি হয় যার মাধ্যমে একটি ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজের ব্রান্ডিং করতে পারে একদম ফ্রি তে। তারপর ব্যাক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এপ্লিকেশন ইনিস্টল করতে পারে।
AddThis
Facebook Widget
Google Font API
YouTube
Bootstrap Framework
Mobile Friendly