Education Management - Dhaka, Dhaka Division, Bangladesh
STEM for Supergirls, ‘EMK Small Grants 2020' তে নির্বাচিত একটি প্রজেক্ট। নাম শুনেই বুঝতে পারছেন, যে আমরা কিছু supergirl দের নিয়ে কাজ করছি এই প্রজেক্ট এর মাধ্যমে।STEM (Science, Technology, Mathematics, and Engineering) সেক্টরে পুরো পৃথিবী জুড়েই নারীদের অবদান অনস্বীকার্য হলেও তা তূলনামুলক ভাবে কম , বাংলাদেশে সে সংখ্যাটা আরও কম। আমাদের প্রজেক্ট এর উদ্দেশ্য ও পরিকল্পনা হচ্ছে নারী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে STEM এর উপর শিক্ষা, গবেষনা ও কাজে আরো বেশি আগ্রহী করে তোলা, যেন তাদের মনেও জেগে ওঠে এই STEM নিয়ে বড় কিছু করে দেখানোর স্বপ্ন।EMK Center এর পৃষ্ঠপোষকতায় ও একদল স্বপ্নবাজ মানুষের পরিকল্পনায় এই প্রজেক্ট টি পরিচালিত হচ্ছে।