Legal Services - Dhaka, Dhaka Division, Bangladesh
একটি দেশের উন্নতিতে মানুষের প্রদান করা "কর" (TAX) সবচেয়ে বেশি আবদান রাখে।উন্নত বিশ্বে প্রতিটি মানুষ কর (TAX) প্রদান করে এবং কর (TAX) সমন্ধে সকল নাগরিক ও সরকার উভয়ই সচেতন।দুঃখ জনক হলেও সত্য আমাদের দেশের মানুষ এখনো কর (TAX) সমন্ধে সচেতন হতে পারে নাই।আর যারা কর (TAX) সমন্ধে জানে, তারা সম্পূর্ণ ট্যাক্স সিষ্টেম (TAX SYSTEM) সমন্ধে ধারণা রাখে না।তাই আমরা আছি আপনাদের পাশে ট্যাক্স সংক্রান্ত সকল সমস্যার সমাধান নিয়ে।"দ্যা ট্যাক্স ম্যান" (THE TAX MAN) আপনার ট্যাক্স সমন্ধিয় সকল ভয় কাটাবে, হয়রানি থেকে মুক্তি দিয়ে আপনার ট্যাক্স সঠিক ভাবে প্রদানে সহযোগিতা, ট্যাক্স সংক্রান্ত মামলা পরিচালনা, এতদ সংক্রান্ত সুপরামর্শ প্রদান করবে এবং এই দেশের একজন সুনাগরিক হওয়ার পথ সুগম করবে।এই Tax Man আজকে শুধু একটি আইনী র্ফাম নয়, এটি একটি পূনাঙ্গ "কর সমাধান" (Tax Solution) প্রতিষ্ঠান ।যেখানে Tax Man কর সংক্রান্ত সকল বিষয়ে সেবা প্রদান করে থাকে।অনেক কোম্পানী, একক করদাতা, এক মালিকানা ব্যবসায়ী, বাড়ীর মালিক গণ, Tax Man এর সেবা নিতে পেরে আনন্দ প্রকাশ করে যা Tax Man এর জন্য একটি গৌরবের বিষয়। Tax Man এ কাজ করছে এক ঝাঁক তরুণ উদ্যেক্তা। যারা স্বপ্ন দেখে সমৃদ্ধির,যারা স্বপ্ন দেখে উন্নয়নের। Tax Man সদা প্রস্তুত থাকে কর পরিসেবা দিয়ে সহযোগিতা করতে।আসুন আমরা Tax Man এর মাধ্যমে কর পরিসেবা নিয়ে সঠিক আয়কর প্রদান করে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পক্ষে এগিয়ে নিয়ে যাই।Tax Man Team/ "ট্যাক্স ম্যান" কর্মীদলঃআমি মোঃ রাজু আহমেদ Tax Man প্রধান আয়কর উপদেষ্টা হিসাবে কাজ করছি।আমি ঢাকা ট্যাক্সেস্ বার এসোসিয়েশনের একজন সদস্য।আমি আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছি।এছাড়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে M.SS সম্পন্ন করেছি।তাছাড়া আমি Tax Management (কর ব্যবস্থাপনা) নিয়ে Course সম্পন্ন করেছি।আমি জয় দত্ত, আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে "দ্যা ট্যাক্স ম্যান" এর একজন এসোসিয়েট হিসাবে কাজ করছি, আপনাদের সেবার জন্য আছি সব সময়।আমি মোঃ গোলাম জাকারিয়া, আমি আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম থেকে আইনে স্নাতক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটা্ইম ইউনির্ভারসিটি বাংলাদেশ থেকে সমুদ্র বিষয়ক আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি।আমি একজন আইন গবেষক হিসাবে কাজ করি।আইন বিষয়ক গবেষনার পাশাপাশি
Apache Coyote
Apache