Environmental Services - Dhaka, Dhaka Division, Bangladesh
আপনি কি ভাবতে পারেন কেমন ছিল আমাদের এই পৃথিবী? কেমন ছিল আমাদেরচারপাশটা? আমাদের চারপাশটা ছিল সবুজে ঘেরা। গাছের সাথে, আকাশের সাথে, মাটির সাথে, গভীর এক সখ্যতা ছিল আমাদের। কারণ, এই পৃথিবী অনেকবছর সময় নিয়েছিল, আমাদের এই সুন্দর ও সবুজ বাসস্থান তৈরি করার জন্য। যেকারণে আমরা প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। আমরা বাঁচতে পারি। নিশ্চয়ইসে গল্প আপনার জানা। কিন্তু আজকে? আজকে এ কেমন অবস্থা আমাদের সেই বাসস্থানের? আমাদের পৃথিবীর? সভ্যতার অগ্রগতির ছায়াতলে পড়ে আমরা আজ সবুজের ছায়া হারিয়েফেলেছি। জীবন যুদ্ধের ব্যস্ততায় আমরা জীবন থেকে দূরে সরে যাচ্ছি। আর কত?আর কত জীবন্ত গাছকে ফেলে উপড়ে ফেলে, তার উপর ঘর বানাবো? আর কত ছোট ছোট ঘুপচিকে নিজের বাসস্থান বলে দাবি করব? আর কত কষ্ট করে নিঃশ্বাসনিবো? আর কতভাবে আমাদের সবুজ-প্রাণের বাসস্থানটি ধ্বংস করবো আমরা? আমরা কি পারিনা, সেই সুন্দর-সবুজ কে আবার একটু একটু করে ফিরিয়ে আনতে?এই ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটির যুগে আমাদের বাসস্থানেই আমরা কিএকটুকরো সবুজের ঠাই দিতে পারিনা? আমাদের বাসস্থানে, আবার সেই সুন্দর সবুজকে ফিরিয়ে নিয়ে আসার এক স্বপ্নের নামই, তরুদোস্ত।
Apache
Google Font API
Mobile Friendly