Nonprofit Organization Management - , ,
Volunteer Community একটি অলাভজনক এবং সামাজিক কল্যাণ বিষয়ক সংগঠন । সংগঠনটি সমাজের প্রতি দ্বায়িত্ববোধ ও সহমর্মিতা থেকে সামষ্ঠিক সাহায্য ও উন্নয়নের দ্বারা দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য সুন্দর, সার্থক ও যত্নশীল জীবন প্রস্তুতের লক্ষ্যে আন্তরিক কর্মপ্রচেষ্ঠা চালিয়ে যাবে । জটিল সাংগঠনিক সারণীর উপস্থিতির চেয়ে পারস্পরিক মতামত ও কাজের সুষম বন্টন সংগঠনের স্বতন্ত্র ধারা। সংগঠনটি ব্যক্তি ও প্রতিষ্ঠানিক সহযোগিতায় সামাজ উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর।