Internet - Dhaka, Dhaka Division, Bangladesh
Zavaly বাংলাদেশের অন্যতম সেরা Online Market Place ওয়েবসাইট। যেখানে কয়েক হাজার মার্চেন্ট ও লক্ষাধিক ভিজিটের মাধ্যমে জাবালি নিজস্ব ওয়ারহাউজ থেকে দৈনিক কোটি টাকার উপর অনলাইনে সেল জেনারেট করে থাকে। দ্রুত প্রোডাক্ট ডেলিভারি নিশ্চিতের জন্য আমাদের রয়েছে নিজস্ব ডেলিভারি সাইট Zavaly Express। এছাড়া জেলা, উপজেলা এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশে এই প্রথম ই-কমার্স ভিত্তিক বৃহত্তম চেইন ফিজিক্যাল আউটলেট (i-SHOP) চালু করেছি আমরা। যেখানে একজন গ্রাহক ওয়েবসাইটে অর্ডার করার পরপরই তার নিকটবর্তী (i-SHOP) আউটলেট থেকে স্টকথাকা অবস্থায় ইন্সটেন্ট প্রোডাক্ট সংগ্রহ করতে পারবে।