- Dhaka, Dhaka Division, Bangladesh
"অ্যাড সেভেন্টি ওয়ান" ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আইটি প্রতিষ্ঠান "টেক সেভেন্টি ওয়ান" এর পাইলট প্রজেক্ট হিসেবে "বগুড়া অনলাইন শপ" নামক ফেসবুক পেইজের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। শুরুতেই গ্রাহকদের নিকট থেকে ভাল সাড়া পাওয়ার কারনে এবং ডেডিকেটেড সার্ভিস প্রদানের জন্য ঐ বছরের এপ্রিলের ১ তারিখে স্ব নামে ফেসবুক পেইজ চালু করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হতে থাকে। প্রথমদিকে শুধুমাত্র ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রদান করা হলেও পরবর্তিতে গ্রাফিক ডিজাইন সার্ভিস, গুগল অ্যাডভার্টাইজিং সার্ভিস, ওয়েবসাইট ট্রাফিক সার্ভিস যুক্ত হয় এবং বর্তমানে আরো কিছু সার্ভিস পরিকল্পনাধীন আছে।অনলাইন মার্কেটিং সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান, অভিজ্ঞতা এবং সার্ভিস কার্যক্রমে সততা থাকার কারনে বিগত বছরগুলোতে গ্রাহকদের ভালবাসা এবং আস্থার পাত্র হিসেবে জায়গা করে নিয়েছে "অ্যাড সেভেন্টি ওয়ান"। শুরু থেকেই ব্যাপক ব্যবসায়িক সাফল্য ও সুনামের কারনে পরবর্তিতে "অ্যাড সেভেন্টি ওয়ান" কে "টেক সেভেন্টি ওয়ান" থেকে পৃথক করে সতন্ত্র প্রতিষ্ঠান করার পরিকল্পনা করা হয়। সেই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৩০শে জানুয়ারি ট্রেড লাইসেন্স পাওয়ার মাধ্যমে "অ্যাড সেভেন্টি ওয়ান" পাইলট প্রজেক্ট থেকে বের হয়ে সতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।
Cloudflare DNS
Google Font API
Google Tag Manager
CloudFlare
Facebook Login (Connect)
CloudFlare Hosting