Printing - Dhaka, Dhaka Division, Bangladesh
‘এডুকেশন টুডে' শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মাসিক পত্রিকা। শিক্ষার্থীদেরকে জ্ঞাত করার জন্য আবশ্যক তথ্য ও তত্ত্বের সমাবেশ এখানে থাকছে, যাতে তারা ক্যারিয়ার গঠনে সর্বাত্মক সহায়তা লাভ করতে পারে। আমরা বিশ্বাস করি, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি তারা ভবিষ্যৎ কর্মজীবনের সঠিক পথ নির্দেশ পায়, তাহলে তাদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি রাষ্ট্রীয় জীবনেরও সাফল্য নিশ্চিত হবে। কারণ অজস্র একক ব্যক্তির সাফল্য বস্তুত রাষ্ট্রেরই সাফল্য। আর ব্যক্তির একক কৃতিত্ব যদি সমষ্টির কৃতিত্ব হয়ে ওঠে, তবে সমাজ জীবনে আসে আমূল ইতিবাচক পরিবর্তন। এই পরিবর্তন পিয়াসা থেকে ‘এডুকেশন টুডে'র পথ চলা। আমাদের পথ চলায় সকলকে সারথি হওয়ার সাদর আমন্ত্রণ।\\একথা সত্য যে, পৃথিবীর বহু দেশ একুশ শতকের তীব্র প্রতিযোগিতামূলক চাকরির বাজারে প্রবেশ করার উপযোগী হয়ে ইতোমধ্যে গড়ে উঠেছে। সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমাদের বর্তমান অবস্থা অপ্রত্যাশিত ও দুঃখজনক। স্বাধীনতার চার দশক অতিক্রান্ত হওয়ার পর কেন এমন হবে? এ জিজ্ঞাসা বিদগ্ধজনদের। আমরাও এ জিজ্ঞাসার সাথে একাত্ম। তবে আমরা জিজ্ঞাসা করেই বসে থাকতে সম্মত নই। তাই আমরা পথ চলতে চাই সাহসী ও দৃপ্ত পায়ে। সে জন্য স্বপ্ন দেখছি এবং পথ নির্মাণে সচেষ্ট হয়েছি।\\‘এডুকেশন টুডে'তে আমরা সকলকে প্রাণিত করার জন্য বহুবিচিত্র বিষয়বস্তুর সমাবেশ ঘটিয়েছি। আমরা প্রত্যাশা করছি ‘এডুকেশন টুডে' পাঠকবৃন্দকে সুন্দর আগামী নির্মাণে সহায়তা করবে।\\আশা করছি একসময় বাংলা ভাষাসহ ইংরেজি ভাষায়ও পত্রিকার সংস্করণ প্রকাশ করব। দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচরণ করবে এডুকেশন টুডে। সে কারণে নামকরণ করা হয়েছে ‘এডুকেশন টুডে'।
Gmail
AddThis
Google Play
Facebook Comments
Google Apps