Design - Dhaka, Dhaka Division, Bangladesh
'গেহী' একটি বাংলা শব্দ। 'গেহী' শব্দটি এসেছে 'গেহ' থেকে। 'গেহ' বাংলা ভাষায় গৃহের কাব্যরূপ। 'গেহ' এর আভিধানিক অর্থ গৃহ, ঘর বা বাড়ি। আর 'গেহী'র আভিধানিক অর্থ 'গৃহী' বা যে ঘরে বাস করে। 'গেহী'র স্ত্রীলিঙ্গ 'গেহিনী ' বা গৃহিণী, ঘরণী।'গেহী' অত্যন্ত ক্ষুদ্র পরিসরে নেয়া একটি ব্যক্তিগত উদ্যোগ। 'গেহী' কাজ করবে বাঙ্গালী নারীদের নিত্য পরিধেয় বসন 'শাড়ি' নিয়ে। মূলত দেশীয় তাঁতশিল্পের প্রতি ভালোবাসা এবং শিল্পের প্রতি গাঢ় অনুরাগ থেকে 'গেহী'র জন্ম।উদ্যোগটির নাম 'গেহী' রাখা হয়েছে সর্বজনীন অর্থে। আটপৌরে বা পোশাকি যেমনই হোক না কেন দেশীয় তাঁতশিল্পের সমৃদ্ধি সামান্য কিছুটা হলেও প্রসারিত করার স্বপ্নে বিভোর হয়ে 'গেহী'র পথচলা শুরু।'গেহী' সকলের সাহায্যপ্রার্থী!