Nonprofit Organization Management - Dhaka, Dhaka Division, Bangladesh
এক দেশে এক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছিল। সেখানে অনেক বুদ্ধিজীবি ছাত্রছাত্রী দিনরাত পড়ালেখা করিত। ভু্বনময় শুধুই পড়াশোনা। পড়াশোনা করিতে করিতে তাদের জীবন অতিষ্ট হইয়া উঠিতে লাগল। হঠাৎ এক ছাত্র করিল কি... একখানা ছড়া লিখিল। তারপর তাহা তাহার ইয়াত্তো মোটা ইন্জিনিয়ারিং পুস্তকের মাঝে লুকাইয়া রাখিল... অতঃপর...কী হইল? কী হইল?...... মোটা মোটা পুস্তকের কাঠখোট্টা পাতার মাঝখানে উহা হারাইয়া যায়।আর যাতে উহা হারাইয়া না যায় তাহার জন্যই বুয়েট সাহিত্য সংসদের জন্ম॥ We organize talks on literature, competitions and publish literature magazines on regular basis.