Publishing - Dhaka, Dhaka Division, Bangladesh
হুইসেল! আমরা বাজাই, আমরা সাজাই । একটা শিশু কানন সাজানোর মানসে আছি আমরা। আর সেই শিশু কাননের গীত বাজাতেই এই আয়োজন। শিশুরা ভবিষ্যৎ, শিশুদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্য নিয়ে এগোচ্ছি আমরা। আর সেই মানসে আমরা শুরু করেছি বেশ কিছু কাজ। তার কেবলই একটা ঝলক হলো হুইসেল টিভি । অনলাইন দিগন্ত উন্মুক্ত ও প্রসারিত হচ্ছে। সামনের দিনগুলোতে সেই প্রসারের কাজটাকে আমরা এগিয়ে নিবো আরো। হুইসেলের পুরোভাগে শিশুরাই, জাতির পুরোভাগেও শিশুরা। হুইসেলের তরী, আসুন ভবিষ্যত গড়ি।