Frontend Developer at Shohoz Skill - Makes you skilled - Dhaka, Dhaka Division, Bangladesh
প্রযুক্তির এই যুগে কম্পিউটার আর প্রযুক্তির স্কিল বা দক্ষতা ব্যতিত বেকারমুক্ত এবং আত্ননির্ভর করা সম্ভব নয়। এই লক্ষেই "সহজ স্কিল" আপনার স্কিল বা দক্ষতাকে জিরু থেকে হিরু করার দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। পাথরের মতো কঠিন দক্ষতাকে পানির মতো সহজ করার অঙ্গিকার নিয়েই "সহজ স্কিল" এর পথযাত্রা শুরু হয়।"সহজ স্কিল" এর শুরুটা আসলে বেশিদিনের নয়। ২০২০ সালের করোনার এই ক্রান্তিলগ্নে ইহার পথযাত্রা শুরু হলেও জুলাই মাসের মধ্যেই শুরু হয় তাদের সফলতার গল্প। একের পর এক "সহজ স্কিল" এর ছাত্ররা যখন বলে তাদের কোর্সে করে ৪০-৪৫ দিনের সময় আন্তর্জাতিক মার্কেটপ্লেসে প্রথম কাজের অর্ডার পাওয়া শুরু করেছে, "সহজ স্কিল" তাদের স্টুডেন্টদের সফলতাকেই তাদের নিজেদের সফলতা ভাবতে শুরু করে। আলহামদুলিল্লাহ।