"আমরা বাংলাদেশের প্রত্যন্ত স্কুল/কলেজ গুলোতে Robotics Workshop আয়োজন করি। স্কুলের ছাত্রছাত্রী দের বিভিন্ন রোবোটিক্স প্রজেক্ট দেখাই যেখানে আর্ডুইনো ,সেন্সর এবং রোবোটিক্স পার্টস সম্বন্ধে ধারনা দেওয়া হচ্ছে। সেই সাথে আমরা টেকনোলজির বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করি যাতে কেউ টেকনোলজি কে পুজি করে কোনো কুসংস্কার ছড়াতে না পারে।"