আপনি কেন আমাদের শ্রম সেবা গ্রহণ করবেন?এটি একটি সাধারণ প্রশ্ন যে, আপনি কেন "লেবার জোন বিডি" এর লেবার সেবা গ্রহন করবেন ? আমরা মনে করি আপনাকে এই কারনেই আমাদের শ্রম সেবা গ্রহণ করা উচিতঃ● প্রথমত, এটি আপনার প্রচুর সময় বাচাবে।● দ্বিতীয়ত, আপনাকে আলাদা আলাদা লেবারের জন্য আর দারে দারে ঘুরতে হবে না, কারণ একই ছাদের নীচে একমাত্র আমরাই দিচ্ছি সকল প্রকার লেবার পরিষেবা।● তৃতীয়ত, এই সময়ে আপনি নির্দিধায় আপনার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন।● চতুর্থত, আপনার চাহিদা অনুযায়ী দক্ষ লেবার পৌছানো এখন আমাদের দায়িত্ব।● পঞ্ঝমত, আমাদের দ্বারা সরবরাহকৃত শ্রমিকের জন্য আমরা জবাবদিহি করে থাকি।● এছাড়াও কোন শ্রমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে আমারা তৎক্ষণাৎ প্রতিস্হাপন করে থাকি।আমাদের সেবাসমূহ● দৈনিক ও স্বল্প সময় লেবার সরবরাহ● দীর্ঘ সময় ও চুক্তিভিত্তিক লেবার সরবরাহ● গৃহপরিচারিকা ও তত্তাবধায়ক সরবরাহ● অফিস, ব্যাংক, বীমা ও অন্যান্য প্রথিষ্ঠানের জন্য পরিচ্ছন্ন কর্মী সরবরাহযেভাবে আমরা শ্রম সেবা প্রদান করে থাকি?● চাহিদা পদ্ধতিঃআমরা নুন্যতম ১২ ঘন্টা পূর্বে অর্ডার গ্রহন করে থাকি। এছাড়াও স্বল্প পরিসরে ইনস্টান্ট শ্রম সরবরাহ করে থাকি।আমরা মূলত তিনটি পদ্ধতিতে শ্রম সেবার অর্ডার গ্রহন করে থাকি, প্রথমত- কোম্পানীর প্রতিনিধির মাধ্যমে, দ্বিতীয়ত, Labor Zone Bd এ্যপস বা www.laborzonebd.com ওয়েব সাইটের মাধ্যমে, তৃতীয়ত- মোবাইল ০১৭১৩১৩৭৮৭১১-১৪ এর মাধ্যমে।আমরা আমাদের মুল্যবান ক্লাইন্টদের নিকট হতে কোন শ্রম সেবার অর্ডার পাওয়ার সাথে সাথে কাজের ধরন অনুযায়ী শ্রমিক নির্বাচন করি এবং সংশ্লিষ্ট কাজের জন্য সর্বাধিক যোগ্য, কর্মঠ ও বিশ্বস্ত কর্মী সরবরাহ করে থাকি।● সরবরাহ পদ্ধতিঃক্লাইন্টের চাহিদা অনুযায়ী আমরা তার কাংখিত স্থানে যথাসময়ে আমাদের শ্রমিকদের কোম্পানীর নিজস্ব ব্যবস্থাপনায় পৌছে দিয়ে থাকি।আমাদের কোম্পানির গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট শ্রম ঘন্টার জন্য শ্রমিক প্রদান করে থাকি।আমরা দেশে প্রচলিত আইন "বাংলাদেশ শ্রম আইন ২০০৬" মেনে শ্রম সেবা দিয়ে থাকি।