অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের দেশ বাংলাদেশ। এই সৌন্দর্যময়, নিরাপদ ও মনোরম পরিবেশে সুখে শান্তিতে নিরাপদে আশ্রয়ের জন্য চাই নিষ্কণ্টক জমিতে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়ার সপ্নীল আবাসন যা সব ধরণের দূষণ ও কোলাহল মুক্ত সবুজেঘেরা নিরিবিলি সুস্থ সুন্দর ও প্রশান্তিতে ভরা।আমাদের রাজধানী ঢাকা আজ জনসংখ্যার ভারে নুইয়ে পড়ছে। অপরিকল্পিত বাসস্থান ব্যবস্থাপনার ফলে রাজধানীবাসী নগরায়নের সুফল থেকে বঞ্চিত। যানজট, শব্দ দূষণ গাড়ির কালো ধোয়ার ক্ষতিকর প্রবাহ, অপরিকল্পিত ইমারত নির্মাণ-সরু রাস্তাঘাট – জলাবদ্ধতা ও পয়ঃনিস্কাশনের প্রতিবন্ধকতার চাপে রাজধানী শহর জর্জরিত। ফলশ্রুতিতে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন আজ বাধাগ্রস্ত। এই অবস্থা সমাধানে চাই সুষ্ঠ নগর ব্যবস্থাপনা।এই অবস্থা উপলপ্ধি করে সরকার রাজউক পূর্বাচল নিউ টাউন মেগা সিটিপ রিকল্পিতভাবে গড়ে তুলেছে যা মোট বাসস্থান চাহিদার তুলনায় নিতান্তইকম। আজকের এই পরিস্থিতি মোকাবেলায় সরকারি-বেসরকারি সম্মিলিত প্রচেস্টায় দ্রুত সমাধানের দাবি রাখে। তাই শুধু মাত্র সরকারি নয় বেসরকারি উদ্যোক্তাগণ ও এক্ষেত্রে মিকা রাখলে নিঃস্বন্দেহে এ সমস্যার দ্রুত ফল বেরিয়ে আসবে।তাই আধুনিক নগরীর সকল সুবিধা নিয়ে একবিংশ শতাব্দীর যুগোপযোগী নগরায়ন গড়ার মহা পরিকল্পনায় ভাবনাহীন প্নীল নিরাপদ আবাসনের নিশ্চয়তায় – প্রকৃতি – প্রযুক্তি – নিরাপত্তা ও আভিজাত্যের সমন্বয়ে গড়ে উঠেছে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব , সুপরিকল্পিত আধুনিক নগরী "হোমল্যান্ড পূর্বাচল সিটি ডেভেলপমেন্ট লিমিটেড" যা মধ্যবিত্ত ও উচ্চ বিত্তদের করে দেবে নিষ্কন্টক নির্ভেজাল এক খন্ড জমির মালিক , থাকবে সর্বস্তরের সরকারি -বেসরকারি চাকুরীজীবি, সামরিকবাহিনী, পুলিশবাহিনী ও সুশীল সমাজের জন্য সীমাহীন সুযোগ।আপনি হউন ঝুঁকি মুক্ত আবাসনের একজন গর্বিত অংশীদার।