নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন দেশের পিছিয়ে পড়া নতুন প্রজন্মের উদ্যোক্তাদের নিয়ে বিভিন্নও মুখী কাজ করে যাচ্ছে। নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলায় বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করতে গিয়ে অনুধাবন করতে পারে যে জেলা পর্যায়ের উদ্যোক্তারা তাদের নিজস্ব উদ্যোগে উৎপাদিত পণ্য বিক্রি করতে গিয়ে বহুমুখি প্রতিবন্ধকতা্র সম্মুখীন হচ্ছে । তারা তাদের উৎপাদিত পণ্যটি স্থানীয় বাজার সহ দেশের বিভিন্নও অঞ্চলে সহজ পদ্ধতিতে এবং সঠিক মূলে ভোক্তাদের কাছে পৌছিয়ে দিতে পারছেন না। এর ফলে দেশীয় উদ্যোক্তা এবং তাদের উৎপাদিত দেশীয় পণ্যের চাহিদা তৈরিতে তেমন কোন অবদান রাখতে উল্লেখ্যযোগ্যভাবে সক্ষম হচ্ছে না। এর ফলে যেমন উদ্যোক্তা হারাচ্ছে তার পণ্য উৎপাদনের সক্রিয়তা, ক্রেতা হারাচ্ছে নিজ দেশে উৎপাদিত সেরা পণ্যটি এবং দেশ হারাচ্ছে বিশাল এক সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্র । এ কারণে আমাদের দেশ থেকে দেশীয় পণের চাহিদা দিনে দিনে কুমে যাচ্ছে । তাই স্বদেশী উদ্যোক্তা সকল ধরনের দেশীয় পণ্য পৌঁছে দিবে দেশের বিভিন্নও জেলায়। ভোক্তারা পাবে মানসম্মত পণ্য সুলভ মূল্যে।৩) কেন ক্রেতা স্বদেশী উদ্যোক্তা থেকে পণ্য কিনবে?বর্তমান বিশ্ব ও মানব সম্প্রদায় আজ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পতিত। কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগের ভয়াবহতায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে এবং কর্মযজ্ঞে স্থবিরতা নেমে এসেছে। তাই বিদ্যমান পরিস্থিতির সঙ্গে আমাদের খাপ খাইয়ে আমাদের দেশীও উদ্যোক্তাদের তৈরি কৃত পণ্য সুলভ মূল্যে ভোক্তার কাছে পৌঁছে দিয়ে দেশীও পণের চাহিদা বৃদ্ধি করাই স্বদেশী উদ্যোক্তার অভীষ্ট লক্ষ্য । মানুষের নিত্য দিনের জীবনযাত্রার সাথে ওতপ্রতভাবে জরিত বিভিন্নও ব্যাবহারযোগ্য পত্র, পোষাক পরিচ্ছেদ থেকে শুরু করে খাবারে পর্যন্ত ভেজালে সয়লাব। যার জন্য ক্রেতা সাধারন আজ পণ্য ক্রয় করতে বিশ্বাস যোগ্যতার স্থানটা হারিয়ে ফেলেছে। তাই বিদ্যমান পরিস্থিতির সঙ্গে নতুন এক ব্যাবসায়িক ক্রেতা বিক্রেতার বিশ্বাস যোগ্য এক সমন্নয় সেতু প্রতিস্থাপনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে স্বদেশী উদ্যোক্তা খুব শীঘ্রই আবির্ভূত হতে যাচ্ছে ভোক্তা সমাজের পাশে।