Farming - Kushtia, Khulna Division, Bangladesh
#Farmer Aid কি? Farmer Aid এর মধ্যেমে কিভাবে বিনিয়োগ করবেন? Farmer Aid,, একটি কৃষি সহযোগিতা মূলক সংস্থা বা স্টার্টআপ প্রতিষ্ঠান। Farmer Aid এর মূল কাজ হলো বিনিয়োগ কারি ও কৃষি খামারের সাথে ব্যাবসায়িক সম্পর্ক স্থাপন করে দেওয়া ও ব্যাবসায়িক সকল দ্বায়িত্ব যথাযথভাবে পালন করা । এছাড়াও বিনিয়োগ কারি কে সময় মতো তার বিনিয়োগ এর সকল তথ্য প্রদান করা ও বিনিয়োগ এ খয় খতি হলে তা যথা সময়ে পূরন করা।Farmer Aid এর রয়েছে একাধিক ফার্মহাউস এই ফার্মাহাউস গুলোয় সর্তসাপেক্ষে বিনিয়োগ করা যায় এবং অধিক পরিমাণে মুনাফা অর্জন করা যায়।Farmer Aid এর মাধ্যমে কিভাবে বিনিয়োগ করবেন? কথার খাতিরে ধরুন, আপনার বিনিয়োগ করা অর্থের পরিমান ১ লাখ টাকা।‘ফার্মার এইড' এই টাকাটা দিয়ে একটি গরু কিনবে। গরুটি দেওয়া হবে,, ফার্মার এইড,,এর সহযোগী ফার্ম হাউস কে বা,, ফার্মার এইড,, এর চুক্তি বদ্ধ দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো কৃষককে। সেই ফার্ম বা কৃষক নিজের দায়িত্বে গরুটার দেখভাল করবে। ১ বছর বাদে গরুটা,, ফার্মার এইড,, নিজ উদ্যোগে বিক্রি করবে।ধরলাম বিক্রি করার সময় দাম আসলো ২ লাখ টাকা। লভ্যাংশ ১ লাখ টাকা। এর পঞ্চাশ ৬০% শতাংশ যাবে ওই কৃষক/ খামারির ঘরে কারণ খামারি সকল খরচ বহন করবে যেমন, খাবার, বাসস্থান, পরিচর্যা, । মূল বিনিয়োগসহ লাভের ২০% শতাংশ যাবে বিনিয়োগকারীর কাছে এবং ২০% শতাংশ পাবে,, ফার্মার এইড,,কারণ পশুর চিকিৎসা, ক্রয়- বিক্রয়, পশু মারা গেলে তার খতি পূরন এর দ্বায়িত্ব নেয় । নি:সন্দেহে এটা একটি অভিনব উদ্যোগ । এই বিনিয়োগের মাধ্যমে কৃষক, বিনিয়োগকারী ও সহযোগী প্রতিষ্ঠান সবাইই লাভ করতে পারছেন। বিনিয়োগকারীর অর্থ তাঁর কাছে পৌঁছানো হবে ব্যাংক অ্যাকাউন্টের ।এখানে ঝুঁকিও আছে। কারণ বাংলাদেশে অকালে গরু মৃত্যুর হারটা নেহায়েৎ কম নয়। গরু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেই ঝুঁকির দায়ভারও নিচ্ছে,, ফার্মার এইড,,। কোনো কারণে গরুর মৃত্যু হলে বা চুরি হলে, সেখানে নতুন গরু দিবে এই প্রতিষ্ঠানটি। শুধু গরুই নয়, শিগগিরই অন্যান্য কিছু উদ্যোগেও হাত দিতে যাচ্ছে,, ফার্মার এইড,,। এরমধ্যে আছে বিদেশে রফতানি করা যায় এমন কিছু সবজি ও ফল। যেমন – পেপে, মিষ্টিকুমড়া, পেয়ারা ব্রকলি, ক্যাপসিক্যাম ইত্যাদি।‘ফার্মার এইড'-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হলেন মোঃ হাসিনুর রহমান লিপটন সার্বক্ষণিক সহযোগিতায় আছে : হারুনর রশীদ বিদ্যুৎ ।