Nonprofit Organization Management - , ,
কুষ্টিয়া জেলাকে একটি অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে "প্রযুক্তিতে কুষ্টিয়া" সংগঠনটি ১৯৯৯ সাল থেকে কাজ করে আসছে। বিংশ শতাব্দীর চ্যালেন্জ মোকাবেলায় পেশা ও প্রযুক্তি নির্ভর জনসম্পদ তৈরী, জনসম্পদ কাজে লাগাবার মতো উদ্যোক্তা তৈরী, বাইরের সফল উদ্যোক্তাদের কুষ্টিয়াতে কাজ করার সুযোগ তৈরীর জন্য তথ্য সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন উদ্যোগকে সহায়তা করে আসছে। শুরুতে শুধুমাত্র শিক্ষার্থী ও তরুন উদ্যোক্তাদের নিয়ে কাজ শুরু করলেও অচিরেই কর্মপরিধি আরও বিস্তৃত হয়। এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষাবিদ প্রফেসর কায়েস উদ্দিন, প্রফেসর মু. লূৎফর রহমান, প্রফেসর ড. আবুল আহসান চৌধুরী, প্রফেসর ড. এম আলাউদ্দিন, ড. মাযহারুর ইসলাম, প্রফেসর শাহিনুর রহমান ও তথ্য প্রযুক্তি আন্দলনের জাতীয় নেতৃত্বদের মধ্যে আবদুল্লাহ এইচ কাফি সহ স্থানীয় নেতৃত্ব মতিউর রহমান লাল্টু, আব্দুর রউফ ও শিক্ষানুরাগী দানবীর আলাউদ্দিন আহমেদ প্রমূখ এগিয়ে আসেন।