মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank

Nonprofit Organization Management - Dhaka, Dhaka Division, Bangladesh

মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank Employees
Contact All মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank Employees
মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank Details

স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবী সংগঠন এর গুরুত্বঃসামাজিক ঐক্যবদ্ধতা হলো যে কোন সমাজের একটি মূল ভিত্তি। এ ভিত্তির উপরেই দাড়িয়ে থাকে সমাজের সৌন্দর্য এবং আদর্শ। এমনকি ধর্মীয় ভাবধারাকে শক্ত করার জন্যও সবার আগে প্রয়োজন সামাজিক একাত্মতা এবং সামাজিক ঐক্যবদ্ধতা। তাই সামাজিক সংগঠনগুলো সমাজের সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি অনুসঙ্গ। তাই প্রতিটি মানুষের জন্য সামাজিক সংগঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়।সাধারণত প্রতিটি সামাজিক সংগঠনের মৌলিক বিষয় একই। সামাজিক সংগঠন সবার মতকে শ্রদ্ধা করা, সদস্য হিসেবে নিজ দায়িত্ব পালন করা, নিজেকে বিকশিত করা, একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ হওয়া সহনশীল হওয়া, ইত্যাদি শেখায়। তাছাড়া সুনির্দিষ্ট কিছু মূল্যবোধের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতেও শিক্ষা দেয় সামাজিক সংগঠন।মানবিক রক্ত ব্যাংক এর পথচলাঃরক্ত প্রতিটা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। রক্তের প্রয়োজন আমাদের সবারই আছে।রক্তের অভাবে যেনো কোন রোগী মারা না যায় সেই প্রতিশ্রুতি নিয়ে মানবিক মানুষ প্রিয় রেজা মাহমুদ মিঠু ভাইয়ের হাত ধরে ২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর সকলের প্রিয় সংগঠন মানবিক রক্ত ব্যাংক।মানবিক রক্ত ব্যাংক এর ভিশনঃ মানবিক রক্ত ব্যাংক মুমূর্ষু রোগীর জন্য রক্ত ব্যবস্থা করে দিতে বদ্ব পরিকর।মানবিক রক্ত ব্যাংক এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ১. মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করে দেওয়া। ২.রক্তদাতা এবং রোগীর সাথে সেতুবন্ধ তৈরি করা।৩.দালালদের অত্যাচার থেকে রোগীর লোককে বাচানোর জন্য সচেতনতা বৃদ্বি করা।৪. সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি।৫.রক্তদানের উপকারীতাসম্পর্কে সবাইকে জানানো।৬. নতুন নতুন রক্তদাতা তৈরি করা। ৭.রক্ত দান সম্পকিত ভুল ধারণাগুলো দূর করে রক্তদানে উৎসাহিত করা।৮.নতুন নতুন স্বেচ্ছাসেবী তৈরই করা। ৯. বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রক্ত দানে উৎসাহিত করা। ১০. ডোনার বাড়ানোর লক্ষে "বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি" গ্রহণ করা।১১.গর্ভবতী মায়েদেরকে সচেতন করা।যেনো আগে থেকেই রক্তের গ্রুপের সাথে মিল রেখে রক্তদাতা রেডি করে রাখেন।মানবিক রক্ত ব্যাংক এর বর্তমান অবস্থানঃ# মানবিক রক্ত ব্যাংক এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৯ হাজার জন।# স্বেচ্ছাসেবীর সংখ্যা প্রায় ৫০০ জন।# মানবিক রক্ত ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত প্রায় ১৬০০+ ব্যাগ রক্ত মুমূর্ষু রোগীর জন্য ম্যানেজ করে দিয়েছে। উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ১.প্রধান উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম বাদলঅতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার বরিশাল। ২।জনাব ইলিয়াস হোসাইনউপসচিব জ্বালানি ও খনিজ সম্পদ মন্তনালয়।।৩ সুজন সরকার। অতিরিক্ত পুলিশ সুপার দিনাজপুর ৪.জাকিয়া মুন্নি,প্রিন্সিপাল, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ দাশার মাদারীপুর। ৫.জাহিদ ভূইয়া, পরিচালক স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ৬.ক্যাপ্টেন জাহিদুর রহমান, পাইলট ইউ এস বাংলা এয়ারলাইনস# মানবিক রক্ত ব্যাংক কেন্দ্রীয় কমিটিসহ এ পর্যন্ত সিলেট বিভাগীয় কমিটি, ঢাকা বিভাগীয় কমিটি, মাদারীপুর জেলা কমিটি, শরীয়তপুর জেলা কমিটি, ফরিদপুর জেলা কমিটি, গোপালগঞ্জ জেলা কমিটির কার্যক্রম শুরু করছে। ইনশাআল্লাহ লক্ষীপুর জেলা কমিটি, পাবনা জেলা কমিটি, খুলনা জেলা কমিটি,বরিশাল বিভাগীয় কমিটি বাগেরহাট জেলা কমিটির কার্যক্রম শুরু হবে অতি শীঘ্রই। আমাদের চাওয়া হলো বাংলাদেশের সকল উপজেলা এবং জেলায় আমাদের প্রিয় সংগঠন এর স্বেচ্ছাসেবী থাকবে।সেই লক্ষে কাজ করে যাচ্ছে মানবিক রক্ত ব্যাংক। * আগামী ১ বছরে আমাদের কর্মপরিকল্পনাঃ১।আগামীতে আমরা 64 জেলায় আমাদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করব এবং কমিটির মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ ২। আগামী এক বছরে আমরা (২৫০০-৩০০০)হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করতে কাজ করবো ইনশাআল্লাহ ৪। প্রতিটি জেলায় আমরা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করব। ৫। রক্তদানের উপকারিতা সম্পর্কে সাধারণ মানুষ জনকে আমরা অবগত করব। ৬। আমরা সকল অভিভাবকদের মোটিভেশন করবো, যাতে তারা তাদের সন্তানদের কখনো রক্তদানে নিরুৎসাহিত না করে। ৭। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষকদের দ্বারা ছাত্র-ছাত্রীদেরকে রক্তদানের উপকারিতা সম্পর্কে আলোচনা করার জন্য উৎসাহিত করব এবং প্রতিটি মসজিদের ইমাম সাহেবদের অবগতি করব তারা যেন রক্তদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মুসল্লিদের মাঝে সচেতনতা বৃদ্ধি করেন। ৮। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে রক্তের চাহিদা স্বয়ংসম্পূর্ণ করা, যাতে রক্ত নিয়ে কৃত্রিম কোন সংকট তৈরি না হয় সেই লক্ষ্যে কাজ করা।পৃথিবীতে সবকিছুর ঋণ শোধ করা গেলে ও একটা ঋণ সহজেই কেউ শোধ করতে পারে না আর তা হলো রক্তের ঋণ।আসুন রক্ত দেই জীবন বাচাতে উছিলা হই।আশাকরি আপনাদের সকলের আন্তরিকতা ও সহযোগিতা পেলে এগিয়ে যাবে মানবিক রক্ত ব্যাংক মানবতার কাজে মানবতার সেবায়।আপনাদের আন্তরিকতা, উপদেশ, পরামর্শ এবং সহযোগিতাই আমাদের চলার পথকে সুগম করবে।আবার ও সকলে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি,রক্ত দিন, জীবন বাচান,মানুষের মুখে হাসি ফুটান

মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank logo, মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank contact details
Website:
Employees: 1
HQ:
Location: Dhaka, Dhaka Division, Bangladesh
Revenue:

Contacting মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank: Connect with Executives and Employees

Get in Touch with মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank Executives and Employees

Connecting with মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank's Executives and Workforce

Accessing Contact Information for মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank Executives

Connecting with মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank: Reach Out to Their Team

Discover How to Contact মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank Executives and Staff

Looking to connect with মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank executives or employees?

Seeking to Get in Touch with মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank Executives or Staff?

Want to Reach Out to মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank Executives or Team Members?

In Search of Contact Details for মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank Professionals?

Connecting with মানবিক রক্ত ব্যাংক - Humane Blood Bank: Contacting Executives and Staff

Browse companies
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z